সুপারিনটেনডেন্ট এর বাণী

প্রতিষ্ঠানের নাম: ডাঃ আবুল হোসাইন কছিরন্ নেছা দাখিল মাদ্রাসা ।

ডাকঘর: শাহী আনেহলা, উপজেলা: ঘাটাইল,জেলা: টাঙ্গাইল

ডাঃ আবুল হোসাইন কছিরন্ নেছা দাখিল মাদ্রাসাটি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের আনেহলা গ্রামের মনোরম পরিবেশে অবস্থিত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান । এলাকাবাসীর ধর্মীয় শিক্ষার চাহিদা পূরনের তাগিদে এলাকাবাসীর ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টায় গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি । শিক্ষা মানুষের মৌলিক অধিকার । আর সুশিক্ষা তথা ধর্মীয় শিক্ষা হলো মানুষকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার অন্যতম হাতিয়ার । শিক্ষাই জাতির মেরুদন্ড । আর শিক্ষক হলো তার প্রাণ ।শিক্ষকগণই হচ্ছেন মূলত মানুষ গড়ার কারিগর ও মানব সভ্যতার রূপকার । তাই ডাঃ আবুল হোসাইন কছিরন্ নেছা দাখিল মাদ্রাসার শিক্ষকগন আদর্শ মানব সম্পদ গঠনের ব্রত নিয়ে স্বীয় মর্যাদা সুপ্রতিষ্ঠার জন্য ছাত্র ছাত্রীদেরকে ইসলাম ও নৈতিক শিক্ষা,কম্পিউটার শিক্ষা,বিজ্ঞান ও সহ পাঠক্রমিক শিক্ষা প্রদান করে আদর্শবান ও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার মত যোগ্যতা অর্জন করে গড়ে তোলার জন্য আপ্রান চেষ্টা করে যাচ্ছেন । আমি প্রিয় সহকর্মী সম্মানিত শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করি তারা যেন তাদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছাত্র ছাত্রীদেরকে আদর্শ, সৎ ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারেন।

 

সভাপতি ও সম্মানিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই তারা আমাদেরকে উৎসাহ উদ্দীপনা ও পরামর্শ দিয়ে এবং যাবতীয় সমস্যার সমাধান করে শিক্ষাদানের সুন্দর পরিবেশ তৈরীতে সহায়তা করে থাকেন । আল্লাহ সকলের সহায় হোন । আমিন

 

গোলাম মোস্তফা

সুপারিনটেনডেন্ট

ডাঃআবুল হোসাইন কছিরন্ নেছা দাখিল মাদ্রাসা।

আনেহলা, ঘাটাইল, টাঙ্গাইল