মাদ্রাসার নাম: ডাঃ আবুল হোসাইন কছিরন্ নেছা দাখিল মাদ্রাসা
মাদ্রাসার ঠিকানা:
গ্রাম: আনেহলা, পো:শাহী আনেহলা, উপজেলা: ঘাটাইল, জেলা: টাঙ্গাইল ।
প্রতিষ্ঠাতার নাম: মোঃ শাহ্ জামাল তালুকদার
স্থাপিত: ১৯৮৯
আনেহলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মোঃ নুরুল ইসলাম সাহেব সর্ব প্রথম আনেহলা গ্রামের সর্বস্তরের ধর্মপ্রান মুসুল্লীদের উদ্দেশ্যে প্রস্তাব পেশ করেন যে ধর্মীয় শিক্ষার চাহিদা পুরনের জন্য গ্রামে একটি মাদরাসা প্রতিষ্ঠা প্রয়োজন ।সর্বস্তরের মানুষ উক্ত প্রস্তাব সমর্থন করে মাদরাসা প্রতিষ্ঠার সিদ্বান্ত গ্রহন করেন । প্রস্তাবিত মাদরাসার স্থান নির্বাচনের জন্য মোঃ শাহ্ জামাল তালুকদার এর জমি মাদরাসার জন্য পছন্দ ও বাছাই করা হয় ।
অতঃপর ধর্মপ্রাণ ও শিক্ষানুরাগী মোঃ শাহ্ জামাল তালুকদার মাদ্রাসার জন্য জমি দান করেন।মাদরাসার প্রথম সভায় মোঃ শাহ্ জামাল তালুকদার সাহেবের নাম প্রতিষ্ঠাতা হিসাবে লিপিবদ্ধ করা হয় । মাদ্রাসার নামকরণ করা হয় তার পিতা ডঃ আবুল হোসাইন ও মাতা কছিরন্ নেছার নামানুসারে । অতঃপর মোঃ শাহ্ জামাল তালুকদারের জমিদান ও আর্থিক সহযোগিতায় ১৯৮৯ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাটি ১৯৯৫ সাল হতে এমপিও ভুক্ত হয়ে অদ্যবধি চলমান।প্রতিষ্ঠিত ডঃ আবুল হোসাইন কছিরন্ নেছা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠার পেছনে মোঃ শাহ্ জামাল তালুকদার,ইমাম নুরুল হোসাইন এর পাশাপাশি আনেহলা গ্রামের সকল মানুষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
